প্রকাশ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ৮:১৩ পিএম | অনলাইন সংস্করণ
মাগুরার শালিখায় হঠাৎ করেই বাড়তে শুরু করেছে চেখ ওঠা রোগীর সংখ্যা। কনজাংটিভাইটিস নামক এক প্রকার ভাইরাসের কারনে এ রোগের বিস্তার হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শালিখার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ মানুষের চোখে এ সমস্যা দেখা দিয়েছে। কালো চশমা পরে ও চিকিৎসকদের পরামর্শে আইড্রপ ব্যাবহার করে প্রতিকার পাচ্ছেন অনেকে। কেই কেউ আবার ৭-১৪ দিন পর্যন্ত ভুগতেছেন এ রোগে। শিশু থেকে শুরু করে সকল বয়সী মানুষই এ রোগে আক্রান্ত হচ্ছেন। এমনি একজন চোখ ওঠা রোগী আশরাফুল ইসলাম । তার কথা হলে তিনি জানান, গত এক সপ্তাহ ধরে তিনি কনজাংটিভাইটিস ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রথমে চোখে চুলকানি, হালকা ব্যাথা, চোখ দিয়ে পানি পড়া এবং হালকা লাল হওয়া এ রোগের প্রথমিক লক্ষণ বলেও জানান তিনি।
শালিখা উপজেলার সদর আড়পাড়া বাজারের কয়েকটি ওষুধ ফার্মেসির মালিকের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিনই চোখের ওষুধের প্রেসক্রিবশন আসছে কমকরে বিশ থেকে ত্রিশটি এতে করে চোখের ড্রপ বিক্রি হচ্ছে অনেক বেশি যা কয়েক মাসের চেয়ে কয়েকগুন। তবে চাহিদা বেশি থাকায় মাঝে মাঝে ফার্মেসিগুলোতে কৃত্রিম সংকট দেখা দিচ্ছে বলে জানান ক্রতারা।
চোখ উঠা রোগ সম্পর্কে শালিখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নিছার কাছে জানতে চাইলে তিনি জানান, এটি কোনো ভয়ানক ব্যাধি নয়। এটি কনজাংটিভাইটিস নামক এক প্রকার ভাইরাসের আক্রমণে এ রোগ হয়। চোখের এই রোগটি অনেকটা ছোঁয়াছে রোগ যা প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে প্রতিকার করা সম্ভব। তিনি আরো জানান, প্রথমে চোখে চুলকানি হয়, চোখ হালকা ব্যাথা হয়। চোখ লাল হয়ে যায় এবং চোখে দিয়ে পানি পড়ে। তবে এ রোগে ভীত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে অন্যের সংস্পর্শ এড়িয়ে চললে প্রাদুর্ভাব অনেকটা হ্রাস পেতে পারে বলে জানান তিনি।