প্রকাশ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ৮:১০ পিএম | অনলাইন সংস্করণ
দেশের দক্ষিণ-পশ্চিমা লের ব্যস্ততম যশোর-বেনাপোল মহাসড়কে থামছেনা দুর্ঘটনা। প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা লেগেই আছে। অতিসম্প্রতি এই মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় ৩জন মেধাবী কলেজ ছাত্রসহ নিহত হয়েছেন ৫জন। পৃথক পৃথক দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী। দুর্ঘটনা রোধে মহাসড়ক নিরাপত্তা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত নাভারণ হাইওয়ে পুলিশ কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারছেনা। মহাসড়কে অবাধে চলছে অনুমোদনহীন ইজিবাইক, নছিমন, করিমন, আলমসাধুসহ বেপরোয়া গতির নামি-দামি ব্যান্ডের মোটরসাইকেল। অভিযোগ উঠেছে এসব দেখেও না দেখার ভান করে চলেছে নাভারণ হাইওয়ে থানা পুলিশ। তারা বরং ব্যস্ত মহাসড়কে বে-আইনি চলাচলকারী আসব অবৈধ যান ও ফুটপাত দখলকারী অস্থায়ী দোকানি-ব্যবসায়ীদের কাছ থেকে অলিখিত চাঁদাবাজীতে।
সরেজমিনে, গত মঙ্গলবার দিনভর যশোর-বেনাপোল মহাসড়কের কীর্তিপুর, হাজেরালী, চারাতলাসহ বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশ সদস্যরা রাস্তার পাশের ঝোপঝাড়ের মধ্যে গাড়ি রেখে রেন্টিগাছের নিচে ওৎ পেতে থাকতে দেখাগেছে। যেকোন একটি থ্রিহুইলার ও অথবা মোটরসাইকেল দেখা মাত্রই তারা ঝাঁপিয়ে পড়ে সেটি জব্দ করছে। তারা যেন মহাব্যস্ত রয়েছে টাকা কামানোর ধান্দায়।
সম্প্রতি ঝিকরগাছা বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাস রাস্তার উপর দাড়িয়ে যাত্রী উঠানামা করানোর কারণে বাজারের প্রায় যানজটের সৃষ্টি হচ্ছে। যানজটের কারণে ইতিমধ্যে দুটি পৃথক ঘটনায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা দুটি মোটরসাইকেল গাড়ির টায়ারের নিচে পড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। এসময় মাসুদ পারভেজ নামের এক মোটরসাইকেল আরোহীসহ বেশ কয়েকজন মারাত্বক ভাবে আহত হয়। দ্রুতগতি ও অভারটেকিংয়ের কারণে চলতি মাসেই পৃথক কয়েকটি দুর্ঘটনায় ৩কলেজছাত্রসহ ৫জন নিহত হয়েছে। চলতি মাসের ৮অক্টোবর যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা পৌরসভাধীন হাজিরালী বালিখোলা নামক স্থানে বাসট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়।
ঝিকরগাছা বাজারের ব্যবসায়ীসহ স্থানীয়দের দাবি, যশোর-বেনাপোল মহাসড়কের ব্যস্ততম এলাকায় মহাসড়কের গাঘেষে যত্রতত্র গাড়ি পার্কিং, মালামাল লোড-আনলোড, অবৈধভাবে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠা, যাত্রীপরিবহন নির্দিষ্ট স্থানের পরিবর্তে মহাসড়কের উপর দাড়িয়ে যাত্রী উঠানামা করানো ইত্যাদি দুর্ঘটনার বহুলাংশের কারণ।
অভিযোগ রয়েছে, এসব অনৈতিক সুবিধা দিয়ে নাভারণ হাইওয়ে থানা পুলিশ অলিখিত মাসোহারা আদায় করে থাকেন। এদিন নাম প্রকাশে অনিচ্ছুক আটককৃত ইজিবাইক, পাওয়ার টিলার, সিএনজি ও মোটরসাইকেল চালকেরা বলেন, তারা সকলে টাকা দিয়ে গাড়ি ছাড়িয়েছেন।
এসব অভিযোগের বিষয় জানতে চাইলে মুঠোফোনে নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান বলেন, দ্রুত সময়ের মধ্যে ঝিকরগাছা বাজারসহ যশোর-বেনাপোল মহাসড়কের যানজট মুক্ত করাসহ সকল প্রকার অনৈতিক কাজ বন্ধ করা হবে।