প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৮:২১ পিএম আপডেট: ১৮.১০.২০২২ ৮:২২ পিএম | অনলাইন সংস্করণ
কুমিল্লার মুরাদনগরে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটা বন্ধের লিখিত আবেদন করলেও উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি) নিরব ভূমিকা পালন করছে। মুরাদনগরের ৭নং বাংগরা পশ্চিম ইউনিয়নে কুড়াখাল এলকার মনু মিয়া অবৈধভাবে ড্রেজার বসিয়ে মাটি কেটে বিক্রি করছে বলেও অভিযোগ করেছে।
গত ১৬ অক্টোবর সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড বরাবর অবৈধভাবে ড্রেজার বসিয়ে মাটি কাটা বন্ধ করার জন্য উপজেলার পাক গাজীপুরের কাগাতুয়া গ্রামের রিপন মিয়া লিখিত অভিযোগ করেন। সেখানে তিনি মনু মিয়ার অবৈধ মাটিকাটার ফলে আশেপাশের ফসলী জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভিযোগে আরো বলা হয়েছে, মনু মিয়াকে স্থানীয়রা এ ধরণের অবৈধ মাটিকাটা বন্ধ করার অনুরোধ করলেও তিনি কারো কথায় কর্ণপাত করছেন না।
এদিকে, ফসলি জমি রক্ষায় বাধ্য হয়েই মুরাদনগরের এসিল্যান্ড বরাবর লিখিতভাবে অভিযোগ জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দীন ভূঞা জনী ভোরের পাতাকে বলেন, আমি বিষয়টা মাত্র শুনলাম আপনার কাছ থেকে। অবশ্যই দুই এক দিনের মধ্যে সেখানে অভিযান চালানো হবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।