প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৭:৪৮ পিএম | অনলাইন সংস্করণ
প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও হিসেবে পদোন্নতি লাভ করেছেন বর্তমানে আবাসন খাতের আইকন এম মাহবুবুর রহমান। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের উপ ব্যবস্থাপনা পরিচালক-ডিএমডি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনিই বর্তমানে আবাসন খাতের সর্বকনিষ্ঠ সিইও।
রূপায়ণ সিটি উত্তরার দায়িত্ব গ্রহনের পূর্বে তিনি কর্পোরেট সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসন, মানব সম্পদ, আবাসন প্রকল্পে লজিস্টিকস, বিজ্ঞাপন ও মুদ্রন, ব্যবসা উন্নয়ন, ব্র্যান্ড এবং মার্কেটিং , গ্রাহক সেবা, অপারেশনস, বিক্রয় এবং রাজস্ব, আবাসনের নকশা উন্নয়নসহ বিভিন্ন সেক্টরে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করেছেন।
তিনি ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে এম এস এস ডিগ্রী লাভ করেন এবং ২০০১ সালে একই বিভাগ থেকে বিএসএস ডিগ্রী অর্জন করেন। এম মাহবুবুর রহমান ২০১০-২০২১ সাল পর্যন্ত নির্বাহী পরিচালক পদে সানমার প্রপার্টিস লিমিটেডে (ঢাকা ও চট্টগ্রাম ) কর্মরত ছিলেন।
নতুন এই পদে পদোন্নতি প্রাপ্তির পর মো. মাহবুবুর রহমান বলেন, ২০০৫ সালে হালের জনপ্রিয় চাকুরীর বাইরে এসে চ্যালেঞ্জ নিয়ে আবাসন খাতে কর্মজীবন শুরু করি। বর্তমান সময়ে এই খাত সন্তোষজনক পেশায় পরিণত হয়েছে এবং নানা সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। আমি বিশ্বাস করি অদূর ভবিষ্যতে আবাসন শিল্প দেশে-বিদেশে বিকাশ লাভ করবে।