জার্মান আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
গত ১৬ই অক্টোবর রবিবার জার্মান আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন (২০২২-২০২৪) অনুষ্ঠিত হয়েছে। রাজধানী বার্লিনের একটি অভিজাত হলরুমে প্রবীন আওয়ামী লীগ নেতা জয়নাল হকের সভাপতিত্বে আদি আক্তারের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং আবির মন্ডলের গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এছাড়া ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৭১এর মহান স্বাধীনতা যুদ্ধ, ৭৫ এর ১৫ই আগষ্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে শাহাদাত বরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদ, ৩রা নভেম্বর জেলখানায় শহীদ জাতীয় চার নেতা সহ বাংলাদেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে ভার্চুয়ালী অংশগ্রহণ করেন, বাংলাদেশ সরকারের সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য আবঃ লেঃ কর্নেল ফারুক খান। প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালী অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য আব্দুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
সভায় প্রধানমন্ত্রীর লিখিত বাণী পাঠ করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ সমন্বয় কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলী লিংকন মোল্যা। জার্মানির স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর গোলাম আবু জাকারিয়া, প্রফেসর শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া, মোঃ জাকারিয়া, মোঃ জাকারিয়া, মাসুদুর রহমান, কামাল ভুইয়া, খালেকুজ্জামান, আলম খান, মুরাদ ব্যাপারী,আব্দুল মালেক, খান সাবরা সহ আওয়ামী লীগ,যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এছাড়া ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি সুনাম উদ্দিন খালেক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি নুরুল আবেদিন, সহ-সভাপতি শহীদ মিয়া, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, ফ্রান্স মুক্তিযোদ্ধা লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা তসলিম হেলাল, ফ্রান্স বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ফ্রান্স মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আকিল ইব্রাহিম, ফ্রান্স শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আল-আমিন খান, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদ, সাধারণ সম্পাদক সামি দাস, নেদারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ খান, অষ্টিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রানা বখতিয়ার, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির অন্যতম সদস্য নুরুল আমীন লিপু প্রমুখ।
সম্মেলনে সর্ব সম্মতিক্রমে মিজানুর রহমান সভাপতি এবং মোবারক আলী ভুঁইয়া বকুল কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় এবং আগামী এক মাসের মধ্যে একটি পুর্নাঙ্গ শক্তিশালী কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন মাবু জাফর স্বপন এবং নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন মোঃ শাহাবুদ্দিন, মায়েদুল ইসলাম, সূর্য কান্ত ঘোষ ও কামাল ব্যাপারী। সম্মেলন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যথাক্রমে নুরজাহান খান নুরী, সেলিম ভূঁইয়া এবং নুরে-আলম সিদ্দিকী।