প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ১:৫২ এএম | অনলাইন সংস্করণ
বিএনএস গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি এম এন এইচ বুলু সাহেবের সংশোধিত সম্পদ বিবরণী দুদক গ্রহণ না করায় আদালত অবমাননায় মামলার আদেশ ১৮ অক্টোবর নির্ধারণ করেছেন হাইকোট বিভাগের বিচাপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ।
১৭ অক্টেবার হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এম এন এইচ বুলু সাহেবের দায়ের করা আদালত অবমাননার মামলার শুনানি হয়। এসময় পূর্বের আদেশ মতো দুদকের পরিচালক রুহুল আমিন স্বশরীরে আদালতে উপস্থিত হয়ে কেন আদালতের নির্দেশ মানা হয়নি তার কারণ দর্শনোর জবাব দেন। আদালত ১৮ অক্টোবর এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। আদেশ অমান্য করায় আদালত অবমাননার মামলা শুনানি হয় ১৭ অক্টোবর।
আদালতে এম এন এইচ বুলুর পক্ষে সিনিয়র আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও বোরহান খান এবং দুদকের পক্ষের আইনজীবি খোরশেদ আলম এ সময় শুনানীতে উপস্থিত ছিলেন।