প্রকাশ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৯:১৯ পিএম | অনলাইন সংস্করণ
ব্রুনাই দারুসসালামের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহ শনিবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন। এর আগেই বাংলাদেশে এসে পৌঁছেছেন ব্রুনাই হালাল ফুডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নূর রহমান।
এদিকে, বাংলাদেশে ব্যবসা বিশেষ করে হালাল ফুডের ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে বৃহস্পতিবার ব্রুনাই হালাল ফুডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নূর রহমান দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। এ সময় এফবিসিসিআই পরিচালক, দৈনিক ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. কাজী এরতেজা হাসান, সিআইপি ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান আলমগীর হোসেন, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকার সভাপতি মো. সাইফুল ইসলাম, এনার্জি প্যাকের ম্যানেজিং ডাইরেক্টর হুমায়ূন রাশিদ, ভোরের পাতা গ্রুপের সিইও মোহাম্মদ আবেদ সাইদুল্লাহ, সিইও আব্দুল্লাহ ওমর নাসিফ।
সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশ এবং ব্রুনাইয়ের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, জনশক্তি রপ্তানি, জ্বালানি সংগ্রহের সম্ভাবনা, কৃষি, মাংস ও মৎস্য খাতে সহযোগিতা এবং হালাল খাদ্য নিয়ে সহযোগিতার বিষয়ে বিস্তর আলোচনা হয়।
এসময় ব্রুনাই দারুসসালামের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহ বাংলাদেশে আগমন ও ব্রুনাই হালাল ফুডসের শোরুম, ফ্যাক্টরি ও বাজারজাতকরণের বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে ফলপ্রসূ আলোচনা সম্পন্নের জন্য ড. কাজী এরতেজা হাসান, সিআইপিকে ধন্যবাদ জানান এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।
উল্লেখ্য, ড. কাজী এরতেজা হাসান সিআইপি তার নিজ জেলা সাতক্ষীরাতে ব্রুনাই হালাল ফুডের রপ্তানি প্রস্তুত জোন করার জন্য বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালাম এর রাষ্ট্রদূত হাজী হারিস বিন ওসমান নিয়ে সাতক্ষীরাতে গিয়েছিলেন গত ১৩ আগস্ট।