বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত আইয়ুব ও নাসরিনকে ঝিকরগাছা প্রেসক্লাবের সংবর্ধনা
প্রকাশ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৭:৩৬ পিএম | অনলাইন সংস্করণ
বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পাওয়ায় আইয়ুব হোসেন ও নাসরিন সুলতানাকে ঝিকরগাছা প্রেসক্লাবের পক্ষথেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
পুরস্কার প্রাপ্তরা কৃষিতে পরিমিত রাসায়নিক সার, কীটনাশক ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনে কৃষকদের উদ্বুর্দ্ধ করণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ ঝিকরগাছা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আইয়ুব হোসেন এবং ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করে আর্থিকভাবে স্বাবলম্বি হওয়া, মাটির স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ সবজী উৎপাদনে বিশেষ অবদান রাখা ও এলাকার নারী-পুরুষদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত হওয়ার অনুপ্রেরণার স্বীকৃতিস্বরুপ নারী উদ্যোক্তা নাসরিন সুলতানা এবছর এই পুরস্কার দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিকরগাছা প্রেসক্লাবে উভয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক ভোরের পাতার ঝিকরগাছা প্রতিনিধি রফিকুল ইসলাম, সহ-সভাপতি দৈনিক ভোরের কাগজের ঝিকরগাছা প্রতিনিধি আতাউর রহমান জসি, যুগ্ম-সম্পাদক ও দৈনিক লোকসমাজের ঝিকরগাছা সংবাদদাতা তরিকুল ইসলাম, জাগরণী সংসদের সভাপতি মনিরুল আলম মিশর ও সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার।