প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ১০:৩০ পিএম | অনলাইন সংস্করণ
দুর্যোগে আগাম সর্তকতা, সবার জন্য কার্যব্যবস্থা এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্যোগের ক্ষতি হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধি করতে মাগুরার শালিখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ উদযাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদের সামনে দিবসটি উপলক্ষে মাগুরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এর সদস্যবৃন্দ আকস্মিক ভূমিকম্প হলে করণীয় কি এবং ভূমিকম্পে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার উপায় প্রদর্শন করেন। এছাড়াও শর্টসার্কিট ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্ন্যুৎপাত হলে কি কি উপায়ে তা নিভিয়ে আত্মরক্ষা করা যায় তা একটি মহড়ার মাধ্যমে বাস্তবিক উপায় দৃশ্যায়ন করা হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ্যাডঃ কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে তাহমিনা মিতু, মাগুরা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আলী সাজ্জাদ, মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহাগ উজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মহড়া পরবর্তী আলোচনা সভায় মাগুরা ফায়ার সার্ভিসের উপ পরিচালক আলী সাজ্জাদ বলেন, ভুমিকম্প, অগ্নিকাণ্ড এবং বজ্রপাতসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ভীত বা আতঙ্কিত না হয়ে বুদ্ধিমত্তার সাথে তা মোকাবেলা করাই জ্ঞানীদের কাজ পাশাপাশি দুর্যোগে ভয় নয় বুদ্ধি ও সাহস কে কাজে লাগিয়ে ভয় কে জয় করার পরামর্শ দেন তিনি। এসময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা বলেন, তোমরা প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধের যে উপায় আজ শিখলে তা অবশ্যই সহপাঠী বা পরিচিতজনদের সাথে শেয়ার করবে।