প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ১০:২৫ পিএম | অনলাইন সংস্করণ
“দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের সামনে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বেলুন উড়িয়ে দিবসটির শুভ সুচনা করেন। পরে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে, দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি এ কে এম গালিভ খাঁন। শেষে দুর্যোগ প্রশমন দিবসে জনসাধারণকে সচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দক্ষ চৌকস দল অগ্নি নিরাপত্তা দুর্যোগ মোকাবেলা মহড়া প্রদর্শন করেন।
অগ্নিকা-ের ঘটনা ঘটলে কিভাবে জনসাধারণ ও শিক্ষার্থীরা মোকাবেলা করবেন বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক মহড়া এবং সবশেষে আকর্ষণীয় নজেল প্রদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ মৌদুদ আলম খাঁ, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তোসিকুল আলম বাবুল প্রমুখ।