প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৮:৩৯ পিএম | অনলাইন সংস্করণ
ছাত্রজীবনে সরাসরি ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিদ্যালয়ে। এমনকি শিবিরের নেতা হিসাবে ১৯৯০-৯১ শিক্ষাবর্যে বাকৃবি’র ছাত্র সংসদ নির্বাচনে জয়ীও হয়েছিলেন সাংস্কৃতিক সম্পাদক পদে। বর্তমানে তিনি ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব মেডিসিনের অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করছেন। যার কথা বলা হচ্ছিল তিনি হলেন সাবেক শিবির নেতা প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান। এবার এই প্র. ড. মো. সিদ্দিকুর রহমানকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বসানোর জন্য একটি মহল উঠেপরে লেগেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের মেয়াদ শেষ হয়েছে ১১ সেপ্টম্বর। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্য অধ্যাপক সারোয়ার আকরাম আজিজ উপাচার্যের সাময়িক দায়িত্ব পালন করছেন।
তবে এরই মধ্যে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে খুকৃবির নতুন ভিসি নিয়োগের পক্রিয়া শুরু হওয়ার পর থেকেই কয়েকজন আলোচনায় থাকলেও সবার থেকে এগিয়ে রয়েছেন সাবেক শিবির নেতা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব মেডিসিনের অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান।
ভোরের পাতার হাতে থাকা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯৯০-৯১ শিক্ষাবর্ষের বাকসু হল সংসদের নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে দেখা গেছে, সেই নির্বাচনে বাংলাদেশ ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবির প্রতিদ্বন্ধিতা করলেও ছাত্রলীগ করেনি। সেখানে বাকৃবির ঈশা খাঁ হল সংসদ নির্বাচনে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন (ভোটার নম্বর ১৪৮) বতর্মানে অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান।
পরবর্তীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী সোনালী দলের নেতা অধ্যাপক সিরাজুল ইসলামে তদবিরে সেখানে শিক্ষক হিসাবেও নিয়োগ পেয়ে যান শিবির নেতা সিদ্দিকুর রহমান। এরপর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কিছুটা নিরব ভূমিকায় থাকলেও এই শিক্ষক ২০০১ সালে বিএনপি জামায়াতের আমলে বিএনপিপন্থী সোনালী দলের হয়ে সরব ভূমিকা পালন করেছেন বলে নিশ্চিত করেছেন তার একাধিক সহকর্মী। ভোরের পাতাকে তারা বলেছেন, অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান কোনোভাবেই মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক নন। তিনি এখনো গোপনে শিবিরের নেতাকর্মীদের পৃষ্ঠপোষকতা করেন।
এদিকে, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিতে বিশ্বাসী, ছাত্রজীবনে শিবিরের নির্বাচিত নেতা এবং বিএনপিপন্থী শিক্ষক রাজনীতিতে সক্রিয় থাকা অধ্যাপক ড. সিদ্দিকুর রহমানকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসাবে নিয়োগ দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজনসহ একটি মহল সক্রিয় হয়ে উঠেছে বলে ভোরের পাতা নিশ্চিত হয়েছে।
এসব বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব মেডিসিনের অধ্যাপক ড. সিদ্দিকুর রহমানকে কয়েকবার এ প্রতিবেদক ফোন করলেও তিনি ফোন ধরেননি। পরবর্তীতে সুনিদির্ষ্ট অভিযোগ উল্লেখ করে তাকে ক্ষুদেবার্তা (এসএমএস) পাঠালেও তিনি সেটিরও প্রতিউত্তর করেননি।