প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৮:২৯ পিএম | অনলাইন সংস্করণ
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত প্রধান নেতা এ্যাড. জাহাঙ্গীর কবির নানকের কথা রাখলেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্য। এর আগে ছাত্রলীগের জেলা কমিটি করার ক্ষেত্রে জয়-লেখকের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা সম্মেলন স্থলে জেলা কমিটি ঘোষণা না করে রাতের আঁধারে কমিটি দেন। এ নিয়ে কথা উঠার পর গণমাধ্যমে কথা বলেছিলেন বাংলাদেশ ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত প্রধান নেতা এ্যাড. জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছিলেন, ‘যেখানেই সম্মেলন হবে, সেখানেই যেন কমিটি করে দিয়ে আসেন জয় ও লেখক। প্রয়োজনে কোনো ঝামেলা হলে সেটিও দেখার দায়িত্ব নেয়ার কথা বলেছিলেন নানক।’
বৃহস্পতিবার বান্দরবান জেলা ছাত্রলীগের সম্মেলন স্থলেই দুই সদস্যের জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে আল নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টচার্য মূলত জাহাঙ্গীর কবির নানকের নির্দেশনা পালন করে ছাত্রলীগকে বিতর্কের হাত থেকে রক্ষা করেছেন। এ নিয়ে তারা ইতিমধ্যেই প্রশংসায় ভাসতে শুরু করেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার বান্দরবান জেলা ছাত্রলীগের সম্মেলন শেষ করে সেখানেই অং ছাইং উ পুলু মারমাকে সভাপতি এবং সাদ্দাম হোসেন মানিককে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য কমিটির অনুমোদন দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্য।