প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ১২:৩৯ এএম | অনলাইন সংস্করণ
গাইবান্ধায় যে উপ নির্বাচন আজ দেখলাম সেখানে আমরা ইভিএম ও সিসি ক্যামেরার সর্বাত্মক ব্যাবহার দেখেছি। এই সিসি ক্যামেরার সর্বাত্মক ব্যাবহারের কারণে পুরো কমিশন তাদের সচিবালয়ে বসে নির্বাচনী এলাকার প্রতিটি কেন্দ্রে কি হচ্ছিলো সেটা স্বচক্ষে দেখতে পাচ্ছিলেন এবং সেই অনুসারে তাৎক্ষনিকভাবে পদক্ষেপ নিতে পেরেছে। নির্বাচন ব্যবস্থা যদি সঠিক না থাকে এবং এই ব্যবস্থাকে যারা কলঙ্কিত করতে চায় তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে; হোক সে দলের আর দলের বাহিরের।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৮৫৫তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
উৎপল দাস বলেন, দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে আজকের মতো কোন ঘটনার পুনরাবৃত্তি না হয় এবং নির্বাচন কমিশনের ভূমিকা আরও কঠোর হতে হবে। আমি আরও একটি বিষয় আজকে স্পষ্ট করতে চাই যে, আমার একটি নির্ভরযোগ্য সূত্র আমাকে নিশ্চিত করেছে যে, আওয়ামী লীগের ভিতরেই খন্দকার মোস্তাকের মতো কিছু মানুষ যারা নৌকার প্রার্থীর বিরোধিতা করে আজকের এই ঘটনা ঘটিয়েছে। আমরা বিশ্বাস করি তদন্তের মাধ্যমে এর পিছনে জড়িতদের খুঁজে বের করতে হবে এবং জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। নির্বাচন ব্যবস্থা যদি সঠিক না থাকে এবং এই ব্যবস্থাকে যারা কলঙ্কিত করতে চায় তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে; হোক সে দলের আর দলের বাহিরের।