প্রকাশ: বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ৮:৫০ পিএম | অনলাইন সংস্করণ
কলাপাড়ায় ধানখালী ইউনিয়নের পাচঁজুনিয়া গ্রামের কোডেক বাজার কাঁটা ভারারি খালের উপর নির্মিত আয়রন ব্রিজটি দিয়ে দশ গ্রামের মানুষ প্রতিদিন ঝূঁকি নিয়ে পারাপার করছে। ব্রিজের মাঝে গর্ত হয়ে রড বের হয়ে যাওয়ায় মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন ওই ব্রিজ দিয়ে লোকজন চলাচল করতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হচ্ছে। দীর্ঘদিন ধরে এসব ব্রিজ মেরামত না করায় গ্রামীণ জনপদের যোগাযোগ হয়ে পড়েছে চরম ঝুঁকিপূর্ণ।
বর্তমানে বিকল্প ব্যবস্থা না থাকায় ওই ঝুঁকিপূর্ণ ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন ধানখালী ডিগ্রি কলেজ, আশ্রাব একাডেমী মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ চালিতা বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ ধানখালী ইউনিয়নের লোন্দা, নিশান বাড়িয়া, সোমবাড়িয়া বাজার, নোমহাট, দেবপুর, চম্পাপুর ইউনিয়ন ও পাটুয়া গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করছেন।
স্থানীয় বাসিন্দা রেজাউল করিম রিয়াদ জানান, ধানখালী ইউনিয়নের পাচঁজুনিয়া গ্রামের গ্রামের কাঁটা ভারারি খালের উপর তিন জুগ পূর্বে একটি ঢালাই আয়রন ব্রিজ নির্মাণ করা হয়েছিল। ব্রিজটি অনেক পুরনো হওয়ায় গত কয়েক বছর ব্রিজের ঢালাই খসে পড়ে। ব্রিজের বিভিন্ন স্থান ভেঙে রড বের হয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এমনকি ব্রিজের দুই পাশের রেলিংও মরিচা পড়ে নড়বড়ে হয়ে গেছে। ওই গর্তের কারণে ওই ব্রিজ দিয়ে মোটরসাইকেল, ভ্যান ও ইজিবাইক চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার স্বীকার হচ্ছে যাত্রী ও পথচারীরা। বিশেষ করে রাতে ব্রিজ দিয়ে চলাচল করতে গিয়ে কমবেশি দুর্ঘটনার স্বীকার হচ্ছে সাধারণ লোকজন। দীর্ঘদিন অতিবাহিত হলেও ব্রিজটি সংস্কারের উদ্যোগ নেননি কর্তৃপক্ষ।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ন জানান, ধানখালী ইউনিয়নের কোডেক বাজার সড়কে ব্রিজটি নতুন করে নির্মানের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। ইতোমধ্যে সয়েল টেষ্ট সম্পন্ন করা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে ব্রিজটির নির্মান কাজ শুরু হবে।