প্রকাশ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ১১:১১ পিএম | অনলাইন সংস্করণ
শেখ হাসিনা ম্যাজিকে অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ। বাংলাদেশে ম্যাজিক্যাল উন্নতির স্মারক রেখে সারা বিশ্বের নজরে এখন বাংলাদেশের উন্নয়নের চিত্র। এরই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ভবিষ্যৎ বাংলাদেশ অনন্যরূপে অধিষ্ঠিত হবে বলেই মনে করছে বিশ্বের প্রভাবশালী অর্থনৈতিক বিশ্লেষকরা।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৮৫৪তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের উপদেষ্টা, বেলজিয়াম বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুক মির্জা, সংগীত শিল্পী, সেক্টর কমান্ডরস ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তরের কেন্দ্রীয় নারী কমিটির সাধারণ সম্পাদক, অধ্যাপক ইফফাত আরা নার্গিস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
অধ্যাপক ইফফাত আরা নার্গিস বলেন, আজকের অদম্য বাংলাদেশে যেসব পরিবর্তন হয়েছে সেসব উন্নয়নগুলো সবাই দেখতে পাচ্ছে। আজ বিশ্ব উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ তার অবস্থানকে আরও সুদৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তা যে কারও কাছে অভাবনীয় মনে হতেই পারে। এক কথায় দেশ হিসেবে বাংলাদেশ এবং এর নেতা হিসেবে শেখ হাসিনা বিশ্ব পরিমন্ডলে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। একটি পশ্চাৎপদ দেশকে উন্নয়নের কাতারে শামিল করার মধ্য দিয়ে শেখ হাসিনা বিশ্ব নেতৃত্বের মাঝে নিজের অবস্থানকে একটা অনন্য ধারায় প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তিনি নিজে যেমন স্বপ্ন দেখেন, বাংলাদেশের মানুষকেও সেই স্বপ্ন দেখান। শুধু দেখা নয়, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পথনির্দেশিকা এবং সঠিক কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যতই এগিয়ে যাচ্ছি সেই জায়গায়টায় স্থিতিশিল থাকতে হলে আমাদের আরও কয়েকটি বিষয়ের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। বর্তমানে শেখ হাসিনা তার অঙ্গীকার বাস্তবায়নের জন্য যেভাবে দৃঢ় প্রতিজ্ঞ এটা তিনি তার কাজের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন। বঙ্গবন্ধু খুনিদের বিচার, স্বাধীনতা বিরোধীদের বিচার, ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল; এইগুলো করে উনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং বাঙলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। বাংলাদেশ যেভাবে সমৃদ্ধিতর হয়ে উঠছে, অগ্রগতির সোপানে নিজেকে সম্প্রসারিত করছে, তাতে ২০৪১-এর অনেক আগেই ২০৩০ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে।