বিশ্বব্যাপী সমাদৃত রাষ্ট্রনায়ক শেখ হাসিনা: অধ্যাপক ড. ফারুক মির্জা
প্রকাশ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ১১:১১ পিএম | অনলাইন সংস্করণ
শেখ হাসিনা ম্যাজিকে অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ। বাংলাদেশে ম্যাজিক্যাল উন্নতির স্মারক রেখে সারা বিশ্বের নজরে এখন বাংলাদেশের উন্নয়নের চিত্র। এরই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ভবিষ্যৎ বাংলাদেশ অনন্যরূপে অধিষ্ঠিত হবে বলেই মনে করছে বিশ্বের প্রভাবশালী অর্থনৈতিক বিশ্লেষকরা।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৮৫৪তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের উপদেষ্টা, বেলজিয়াম বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুক মির্জা, সংগীত শিল্পী, সেক্টর কমান্ডরস ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তরের কেন্দ্রীয় নারী কমিটির সাধারণ সম্পাদক, অধ্যাপক ইফফাত আরা নার্গিস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
অধ্যাপক ড. ফারুক মির্জা বলেন, আসলেই শেখ হাসিনা ম্যাজিকে অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ। বাংলাদেশে ম্যাজিক্যাল উন্নতির স্মারক রেখে সারা বিশ্বের নজরে এখন বাংলাদেশের উন্নয়নের চিত্র। এরই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ভবিষ্যৎ বাংলাদেশ অনন্যরূপে অধিষ্ঠিত হবে বলেই মনে করছে বিশ্বের প্রভাবশালী অর্থনৈতিক বিশ্লেষকরা। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা লাভ করেছি। কিন্তু মুক্তিযুদ্ধবিরোধী শক্তি দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে প্রিয় মাতৃভূমির উন্নয়ন কাজ সমাপ্ত করতে পারেননি। কিন্তু তার সুযোগ্য কন্যা সেই অসমাপ্ত কাজগুলো সম্পাদন করছেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিকদের জন্য শেখ হাসিনা হয়ে গেছেন একজন অনুকরণীয় নেতৃত্ব। তিনি দেশ-বিদেশের নেতাদের কাছে হয়ে গেছেন আস্থা ও ভরসাস্থল। তার একাগ্রতা, দৃঢ়তা ও চিন্তাশীল নেতৃত্ব দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করেছে। পার্বত্য শান্তিচুক্তি, সমুদ্র বিজয়, নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশ বিজয়, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক উন্নয়ন, স্বাধীনতার মর্যাদা রক্ষা সমুজ্জ্বল হয়েছে। এমনকি করোনা মোকাবিলায় শক্তিধর দেশগুলো হিমশিম খেলেও শক্ত হাতে শেখ হাসিনা অদৃশ্য ভাইরাস সামাল দিচ্ছেন। অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে এখনো আক্রান্ত ও মৃতের হার কম। করোনায় বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেই রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে এবং খাদ্য উৎপাদনে রেকর্ড গড়েছে বাংলাদেশ। রূপকল্প ২০২১-এর সাফল্যের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের উন্নয়নের পথে জাতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ইতোমধ্যে রূপকল্প ২০৪১ গ্রহণ করে এবং এরইমধ্যে দারিদ্র্যের অবলুপ্তিসহ বাংলাদেশকে উচ্চ আয়ের উন্নত দেশে রূপান্তরের লক্ষ্য কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা।