প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ৯:৩৩ পিএম আপডেট: ১০.১০.২০২২ ৯:৩৮ পিএম | অনলাইন সংস্করণ
ইসি এলাকায় অবৈধভাবে গড়ে উঠা কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা, কলাতলী এবং লাবনী পয়েন্টের ৪১৭ টি অবৈধ ঝুপড়ি দোকান উচ্ছেদ করেছে কক্সবাজার জেলা প্রশাসন। সমুদ্র সৈকত এর পরিবেশ নষ্ট করে দীর্ঘ একযুগের অধিকসময় দখলে থাকা এসব অবৈধ দোকান আজ সকালের দিকে উচ্ছেদ করে। এসময় অন্যদেরকেও ৩১ অক্টোবর মধ্যেই অবৈধ স্হাপনা সরাতে নির্দেশ দেন জেলা প্রশাসন।
এদিকে ইসি এলাকায় অবৈধ স্হাপনা গুড়িয়ে দেওয়ায় জেলা প্রশাসন ও উন্নয়ন কতৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন কক্সবাজারে সুশীল সমাজ। কারন সৈকতে বড়ো ধরনের একটি দখবাজ ও দালাল সিন্ডিকেট পুরো সৈকত টাকে শ্রিহীন ও বস্তুটিতে পরিণত করেছিলো।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবু জাফর রশেদ, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ানসহ সংশ্লিষ্টরা।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আমিন আল পারভেজ বলেন, উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং যাদের দোকান উচ্ছেদ হয়েছে তাদের প্রতি সরকার খুবই আন্তরিক। তাদের পুনর্বাসনের জন্য সরকারকে জানানো হবে।
এসময় র্যাব, পুলিশ, আনসার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিস সহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।