প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ৯:২৭ পিএম | অনলাইন সংস্করণ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ এর অস্থায়ী সেবাদান কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ কম্পিউটার, চেয়ার-টেবিল ভাঙচুর ও লুটপাট করেছে একদল সন্ত্রাসীরা। ১০জনকে আসামী করে থানায় মামলা হয়েছে।
রোববার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সহস্রাইল বাজারে শেখর ইউপি চেয়ারম্যানের অস্থায়ী সেবাদান কেন্দ্রে ২৫ থেকে ৩০ জন সন্ত্রাসীরা লাঠিসোঁটা নিয়ে এ হামলা চালায়। জানা যায়, শেখর ইউনিয়নের চেয়ারম্যান কামাল আহমেদের স্বাক্ষর জাল করা জন্মনিবন্ধন দিয়ে নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা গেছে, শেখর ইউনিয়নে নতুন ভোটার তালিকার কাজ চলছে। সে অনুযায়ী রোববার কতিপয় যুবক চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে ভুয়া জন্মনিবন্ধন তৈরি করে নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্তির চেষ্টা চালায়। ভোটার তালিকা প্রণয়নে নিযুক্ত কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা জন্মনিবন্ধন সনদগুলো অনলাইনে সার্চ দেয়। এতে ভুয়া প্রমাণিত হলে ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ এ কাজে জড়িত সহস্রাইল গ্রামের ফটিক মোল্লার ছেলে কিবরিয়া মোল্লাকে (২৫) ডেকে জাল স্বাক্ষরের বিষয়ে জানতে চান এবং আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলেন।
এ ঘটনা কিবরিয়া মোল্লার পক্ষের লোকজন জানতে পেরে ইটপাটকেল, লাঠিসোঁটা নিয়ে ইউপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ কম্পিউটার, চেয়ার-টেবিল ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। মামলায় এক জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।