প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ৯:২৬ পিএম | অনলাইন সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে জেন্ডার সমতা, শিশুবিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূলে নীতি নির্ধারণীদের সাথে সংযোগ স্থাপনে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উলিপুর পৌরসভা হলরুমে এনআরকে-টেলিথন নরওয়ে’র অর্থায়নে, আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অনুষ্ঠিত এডভোকেসি সভায় সভাপতিত্ব করেন, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু।
বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন, ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা শাহিনুল ইসলাম, প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর শিউলী বেগম প্রমুখ। কর্মশালায় পৌর কাউন্সিলরসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।