প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ২:০৬ এএম | অনলাইন সংস্করণ
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে ময়মনসিংহ শহরে অবস্থিত আইডিয়াল ইন্টারনেশানাল স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল-২০২২ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, ময়মনসিংহ জেলা ক্রীড়া কর্মকর্তা আব্দুল বারী, ময়মনসিংহ সিটি করপোরেশন ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নিয়াজ মোর্শেদ, ময়মনসিংহ রোটারি ক্লাবের সাবেক সভাপতি ফারুক খান পাঠান, ময়মনসিংহ লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান খান লিটন, নূরানী লাইব্রেরীর প্রকাশক ও স্বত্বাধিকারী হাজী মোঃ সাইফুল মালেক।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আইডিয়াল ইন্টারনেশানাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান অধ্যক্ষ লায়ন মোহাম্মদ মনিরুজ্জামান। তত্ত্বাবধানে ছিলেন আইডিয়াল ইন্টারনেশানাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাসকিনা খানম।
এ সময় অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক মন্ডল, ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডভোকেট এ বি এম নুরুজ্জামান খোকন, ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমন, ময়মনসিংহ মহানগর যুবলীগ নেতা রাফিউল আদনান প্রিয়ম, ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রকৌশলী রাজিবুল আলম বিপ্লব, ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহীনুর রহমান সাগর, ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এনামুর রহমান রবি সহ ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ,ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগ এবং ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা আফজালুর রহমান বাবু মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর যাপিত জীবনের আদর্শিক দিকগুলো আলোচনা করেন। মহানবীর জীবনের বিভিন্ন ঘটনা বর্ণনা করে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন। মুসলিমদের নিজের ধর্মপালনের তাগিদ দেওয়ার পাশাপাশি অন্য ধর্মের মানুষ যাতে শান্তিতে যার যার ধর্ম পালন করতে পারে সে বিষয়ে পরামর্শ দেন। উপস্থিত শিক্ষার্থীদের নবীজির আদর্শের আলোকে জীবন গড়ার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। কঠোর পরিশ্রম করতে বলেন। উদাহরণস্বরূপ বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ এবং জনগণের জন্য দৈনিক আঠারো ঘন্টা কাজ করেন।
আফজালুর রহমান বাবু ইসলামের প্রচার ও গবেষণার জন্য বর্তমান সরকারের গৃহীত নানা পদক্ষেপ সম্পর্কে মাহফিলে সবাইকে অবহিত করেন।
উক্ত মাহফিলে আইডিয়াল ইন্টারনেশানাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকগণ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে হামদ-নাত ও কিরাত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা প্রধান অতিথির নিকট থেকে পুরস্কার গ্রহণ করে।