প্রকাশ: রোববার, ৯ অক্টোবর, ২০২২, ৮:০৭ পিএম | অনলাইন সংস্করণ
হবিগঞ্জের চুনারুঘাটে দিনে ভ্যাপসা গরম বিরাজ করলেও রাতে শীত অনুভূত হচ্ছে। এই উপজেলায় দিনের বেলা প্রখর রোদ আর ভ্যাপসা গরমে মানুষ অতিষ্ট হয়ে পড়ে। কিন্তু দিনের শেষে সন্ধ্যা নামলে তাপমাত্রা কমতে শুরু করে । রাত গভীর হওয়ার সঙ্গে বাড়তে থাকে শীতের অনুভূতি।
এমনকি মাঝ রাতের পর থেকে পড়তে থাকে শিশির। এদিকে শরতের এই মিশ্র আবহাওয়ায় শিশু ও বয়স্কদের ঋতু পরিবর্তনজনিত নানা রোগব্যাধির প্রকোপ বাড়লেও আমন খেত এবং আগাম জাতের শীতকালীন ফসলের জন্য এটি খুব উপকারি বলে জানিয়েছে কৃষি বিভাগ।
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মোজাম্মেল হোসেন বলেন, দিনে গরম ও রাতে শীতের ফলে বর্তমানে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও চোখে ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। আবহাওয়া স্থির হলে রোগের প্রাদুর্ভাব কমে যাবে।
চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহিদুল ইসলাম বলেন, শরতের এই শিশির চলতি আমন মৌসুমে ধানের শীষ বের হওয়া ও ধান পুষ্ট হওয়ার ক্ষেত্রে বিষেশ ভূমিকা রাখবে। এছাড়া শিশিরের ফলে আগাম শীতকালীন শাকসবজির খেত দ্রুত বর্ধনশীল হয়ে উঠবে।