প্রকাশ: রোববার, ৯ অক্টোবর, ২০২২, ৪:৫২ পিএম | অনলাইন সংস্করণ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ৪০৯ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৩৮১ জন এবং শনাক্ত ২০ লাখ ২৯ হাজার ৭২৩ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৫১ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৬৯ হাজার ৯৯৫ জন।
রবিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ১১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ১১৪টি। এখন পর্যন্ত এক কোটি ৪৯ লাখ ১৩ হাজার ৫১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনা পরীক্ষায় ৯ দশমিক ৯৪ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬১ শতাংশের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ০৬ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়া এক জন পুরুষ। তিনি ঢাকায় অবস্থান করছিলেন।