শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
দুর্ঘটনার লাগাম টানা যাচ্ছেনা যশোর-বেনাপোল মহাসড়কে
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ৭:১৯ পিএম | অনলাইন সংস্করণ

যশোর-বেনাপোল মহাসড়কে দূর্ঘটনার লাগাম টানা যাচ্ছেনা। একেরপর এক দূর্ঘটনা ঘটেই চলেছে। গেল ৩দিনের ব্যবধানে এই সড়কে পৃথক তিনটি দূর্ঘটনায় মেধাবী ৩ কলেজছাত্রসহ নিহত হয়েছেন ৫জন। আহত হয়েছেন অন্তত ৩০জন। শনিবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা পৌরসভাধীন হাজিরালী বাখিখোলা নামক স্থানে বাসট্রাকের মূখোমূখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন। 

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়া আহতরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের দারকী গ্রামের মতিয়ার রহমানের মেয়ে সুরভী খাতুন (২৩), হাফিজুর রহমানের ছেলে ফারুক হোসেন (৩০), মাগুরা গ্রামের কওছার আলীর ছেলে আমিনুর রহমান (৪৫), হাবিবুর রহমানের ছেলে সাবিক (১৮), আহাদ সরদারের ছেলে রোকনুজ্জামান (৪০), ঝাউডাঙ্গার অহিদুল ইসলামের মেয়ে তাবাচ্ছুম (১৯), শার্শা উপজেলার উলাশী গ্রামের আব্দুল মালেকের স্ত্রী আয়েশা বেগম (৫০), ঝিকরগাছা উপজেলার ইসলামপুর গ্রামের কবির হোসেনের স্ত্রী সাবিনা আক্তার রুনা (৩৫)। হাসপাতালে চিকিৎসাধীন আহত বাসযাত্রীরা জানিয়েছেন, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন পরিবহন ঘটনাস্থলে পৌছলে বিপরিত দিক থেকে আসা বেনাপোল গামী মালবাহি ট্রাকের মূখোমূখি সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, বেপরোয়া গতি, ওভারটেকিং ও চালকের অদক্ষতায় এসব দূর্ঘটনার কারণ। এর আগে শুক্রবার রাত ৯টার দিকে মোটরসাইকেলে থাকা নতুনহাট পাবলিক কলেজের ৩মেধাবী শিক্ষার্থী ঢাকাগামী অজ্ঞাতনামা একটি পরিবহনের চাকায় পিষ্টহয়ে নতুনহাট ইটভাটার সামনে মর্মান্তিকভাবে নিহত হয়।  তার আগে গত বৃহস্পতিবার বিকালে ঝিকরগাছার পারবাজার মৎস্য খামারের সামনে নছিমন চালক জয়নাল আবেদীন ও সন্ধ্যায় কীর্তিপুরে আব্দুল কাদের নামের এক দুবাই প্রবাসী নিহত হন। এদিকে সড়ক নিরাপত্তায় নিয়োজিত নাভারন হাইওয়ে থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছে দূর্ঘটনায় আহত ভুক্তভোগীরা। 

স্থানীয়দের মতে, যশোর-বেনাপোল মহাসড়কের ব্যস্ততম এলাকায় মহাসড়কের গাঘেষে যত্রতত্র গাড়ি পার্কিং, মালামাল লোড-আনলোডিং, অবৈধভাবে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠা, যাত্রীপরিবহন নির্দিষ্ট স্থানের পরিবর্তে মহাসড়কের উপর যাত্রী উঠানামা করানো ইত্যাদি দূঘর্টনার বহুলাংশের কারণ। অভিযোগ রয়েছে, এসব অনৈতিক সুবিধাক দিয়ে নাভারন হাইওয়ে থানা পুলিশ অলিখিত মাসোহারা আদায় করে থাকেন। এ ব্যাপারে জানতে চাইলে নাভারন হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, তিনি নতুন এসেছেন এসব ব্যাপারে তিনি এখনো অবগত নন। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]