প্রকাশ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ৭:৫৩ পিএম আপডেট: ০৮.১০.২০২২ ৭:৫৫ পিএম | অনলাইন সংস্করণ
সাইবার হামলা ঠেকাতে সরকার চারটি কৌশল হাতে নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
শনিবার দুপুরে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় ব্র্যাক সিডিএমএ ব্র্যাক কুমন এএএইচআর এডভান্স স্টুডেন্ট হনার রোলের পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এসময় আরও বলেন,সাইবার হামলা ঠেকাতে প্রথমত ব্যক্তি পর্যায়ে সচেতনতা তৈরি করা,প্রযুক্তিগত সক্ষমতা তৈরি করা,আইনের কঠোর প্রয়োগ করা,জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সংস্থার সাথে তথ্যের আদান প্রদান করা এই চারটি বিষয়ে তারা কাজ করছেন জানিয়ে তিনি আরও বলেন তরুণরা দেশের কল্যাণে কাজ করলে বর্তমান সরকার আরও অনেক শক্তিশালী হবেন বলেও বলেন তিনি।
অনুষ্ঠানে এসময় ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, বাংলাদেশে জাপান যৌথ উদ্যোগে বাংলাদেশে যেসব উন্নয়ন মুলক কাজ হচ্ছে সেগুলো শেষ হলে বাংলাদেশ আরও অনেক উন্নতি হবে বলে বলেন তিনি।
অনুষ্ঠানে এসময় সংষ্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও অংশ গ্রহণ করেন।