ঝিকরগাছায় সাপের কামড়ে দাখিল পরীক্ষার্থীর মৃত্যু
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ৮:৫৩ পিএম | অনলাইন সংস্করণ
যশোরের ঝিকরগাছা সাপের কামড়ে নাজমুল হোসেন (১৬) নামের এক দাখিল পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার ভোররাতে উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর গ্রামে। সে ওই গ্রামের কৃষক মনিরুল ইসলামের ছেলে ও বারবাকপুর রফিউদ্দিন দাখিল মাদ্রাসার ছাত্র।
নিহতের পারিবারিক ও স্থানীয় সুত্রে জানাগেছে, ঘটনার রাতে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তার পরনে থাকা প্যান্টের ভিতর ঢুকেপড়ে। এসময় ঘুমের মধ্যে নাজমুল হোসেন সাপটিকে চেপে ধরলে তার কোমরে কামড় দেয়। তাকে মুমূর্ষূ অবস্থায় উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি ঘটায় তাকে তাকে দ্রুত যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল হোসেন মুত্যুবরণ করেন।
শুক্রবার বিকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।