প্রকাশ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ৮:১৭ পিএম | অনলাইন সংস্করণ
নওগাঁয় শিকারপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও শিকারপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য ধরে রাখতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার বিকেল ৫ টায় সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের গুটার বিলে এ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মানুষের ঢল নামে নওগাঁর গুটার বিলের পাড়ে। বিলের উভয়পাশে বাঁধভাঙা আনন্দ উল্লাস মেতে উঠেন নানা বয়সী মানুষ। প্রতিযোগিতায় উপজেলার তিনটি ইউনিয়নের ছয়টি নৌকা অংশ নেয়। খেলাকে কেন্দ্র করে বসে গ্রামীণ মেলা।
নৌকা বাইচ প্রতিযোগীতায় বেশ কয়েকটি দলের ব্যাপক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে হাসাইগাড়ি নৌকা বাইচ টিম এবং দ্বিতীয় স্থান অর্জন করে শিকারপুর নৌকা বাইচ টিম। নৌকা বাইচ প্রতিযোগিতায় শিকারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী রোকনুজ্জামান টুকুর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন।
স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতেই এই আয়োজন। ভবিষ্যৎতেও এমন আয়োজনে সহযোগিতার করার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন।