প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ১০:৪০ পিএম | অনলাইন সংস্করণ
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গত বুধবার (২৬শে অক্টোবর) শেষ হলো ফ্রান্সে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
দশমী তিথিতে বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গা ফিরে গেছেন স্বামীর বাড়ি কৈলাসে।জগতের সকল মঙ্গল কামনায় এবার দেবী দুর্গার আগমন ঘটেছিল গজে (হাতি) চড়ে এবং ফিরে গেছেন নৌকায় চড়ে। হাতিতে চড়ে দেবীর আগমনের অর্থ- 'শুভ', আর নৌকায় চড়ে বিদায়ের অর্থ শস্যপূর্ণ হয়ে উঠবে পৃথিবী। বুধবার সকাল থেকেই ফ্রান্সের মণ্ডপে মণ্ডপে শুরু হয় দেবীকে বিদায়ের আনুষ্ঠানিকতা।
এসময় বিভিন্ন পূজামণ্ডপে শত শত মানুষের উপচেপড়া পড়া ভিড় লক্ষ্য করা যায়। সনাতন ধর্মাবলম্বীদের অনেকেই দেবী দুর্গা মায়ের আশীর্বাদ লাভের আশায় বিভিন্ন মণ্ডপে যান। এবারের দুর্গাপূজা শুরু হয়েছিল ১লা অক্টোবর ষষ্ঠী তিথিতে বেলতলায় আনন্দময়ীর নিদ্রাভঙ্গের বন্দনার মাধ্যমে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ প্যারিস ফ্রান্সে এর পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে দেখা যায়, নারীরা সিঁদুর আর অঞ্জলির প্লেট হাতে মঞ্চে গিয়ে দেবীকে প্রণাম করে পায়ে সিঁদুর মাখিয়ে দিচ্ছেন, মঞ্চ থেকে নেমে একে অন্যের মুখে সিঁদুর মাখিয়ে দিচ্ছেন, এসময় নারী পুরুষ, বাচ্চারা সিঁদুর খেলায় মেতে উঠেন।
গত মঙ্গলবার ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহার পক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত কাজী এহসানুল হক ও ব্রিগেডিয়ার জেনারেল মিজানুররহমান দুতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, কে এফ এস শাকিল প্রমুখ কর্মকর্তাবৃন্দ প্যারিসের প্রায় সবগুলো পুজামণ্ডপ পরিদর্শন করেন ও সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান ৷
এছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ীক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সভাপতি পিন্টু লাল বিশ্বাস বলেন, কোভিড ১৯ নিষেধাজ্ঞা না থাকায় এবার আমারা শান্তিপূর্ণ ভাবে আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পেরে খুব খুশী। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দে, উপদেষ্টা করুণা রায়, অজয় দাস, জ্যোতীষ দেবনাথ, সঞ্জয় দেব, রজত দেব, গীতন চৌধুরী, জয় দেব প্রমুখ।
পিন্টু লাল বিশ্বাস আরো বলেন, সকলের অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতার কারণে পাঁচদিন ব্যাপি অনুষ্ঠিত শারদীয় দুর্গা পূজা সুন্দর ও সফল ভাবে সম্পন্ন হয়েছে। এজন্য তিনি সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।