রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
শারদীয় দুর্গোপূজা উদযাপনে মেয়র টিটু’র যত উদ্যোগ
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ৬:১০ পিএম | অনলাইন সংস্করণ

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু,শান্তিপূর্র্ণ ও উৎসবমূখর পরিবেশে উদযাপনের লক্ষে নানা উদ্যোগ গ্রহণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে গত ২০ সেপ্টেম্বর মঙ্গলবার শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ জেলা, মহানগর ও স্থানীয় পর্যায়ের পূজা উদযাপন কামিটির নেতৃবৃন্দ এবং জেলার পুলিশ ও প্রশাসনের সাথে মতবিনিময় করেন মেয়র টিটু।

মেয়র টিটুর নির্দেশনায় পূজা শুরুর অগেই প্রতিটি মন্ডপের সড়কে সড়কবাতি ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হয়। এর পাশাপাশি সিটির ৮৪ টি মন্ডপে মোট প্রায় ৬ লক্ষ টাকার আর্থিক অনুদান পৌঁছে দেওয়া হয়। মন্ডপসমূহের বর্জ্য ব্যবস্থাপনায়ও মেয়র বিশেষ নির্দেশ প্রদান করেন। মন্ডপসমূহে প্রায় ১ হাজার লিটার ফিনাইল এবং ২ টন ব্লিচিং পাওডার বিতরণ করা হয়। পূজা মন্ডপ, বিসর্জন ঘাটে এবং নগরীর গুরুত্বপূর্ণ স্থানে করা হয়
আলোকিতকরণের ব্যবস্থা।

মেয়রের নির্দেশে দুর্গাপূজায় যানজট পরিস্থিতি সামাল দিতে সিটির যানজট নিরসন সংক্রান্ত কমিটি গত ২৯ সেপ্টেম্বর সভায় অটোবাইক চলাচল নিয়ন্ত্রণ সংক্রান্ত ঘোষণা জারি করে। এতে অষ্টমী, নবমী ও দশমীতে নগরবাসী স্বাচ্ছন্দে মন্ডপসমূহে চলাচল করতে পারে।

এছাড়া বিসর্জন ঘাট প্রস্তুতিতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। মেয়রের নির্দেশনায় ঘাটের চলাচলের রাস্তা প্রস্তুতি, আলোকবাতির ব্যবস্থা, সিকিউরিটি ক্যামেরা, সাউন্ড, এবং ডেকোরেশনে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে সিটি কর্পোরেশন। এছাড়া মেয়রের নির্দেশে পূজামন্ডপের যেকোন সমস্যা সমাধানে একটি কন্ট্রোল রুম স্থাপন ও হটলাইন নাম্বার ঘোষণা করা হয়। বেশি জনসমাগম হয় এমন পূজা মন্ডপে মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়।

শারদীয় দুর্গোৎসবে মেয়রের এসব উদ্যোগে সš‘ষ্টি প্রকাশ করেছে ময়মনসিংহের সনাতন ধর্মের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। ময়মনসিংহ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শংকর সাহা বলেন, মেয়র ইকরামুল হক টিটু একজন দক্ষ এবং অসাম্প্রদায়িক জননেতা। তিনি শারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে যে আন্তিরিকতা, অভিভাবকত্ব এবং সহযোগিতা করেছেন তা নজিরবিহীন।

এ প্রসঙ্গে মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, দূর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি সার্বজনীন সামাজিক উৎসবে পরিণত হয়েছে। এ উৎসবকে বর্ণিল করতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন সর্বো”চ গুরুত্ব দিয়ে অতীতেও পাশে ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]