প্রকাশ: বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ৪:৫৭ পিএম | অনলাইন সংস্করণ
বিভাগীয় শহর ময়মনসিংহ ছাড়াও জামালপুর,শেরপুর,নেত্রকোনাসহ দায়িত্বপূর্ণ এলাকার পূজামন্ডপগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিাতি পর্যবেক্ষনের পাশাপাশি আয়োজক ও দর্শনার্থীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেছেন র্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান। পরিদর্শনকালে প্রতিটি পূজা মন্ডপে শুভেচ্ছা উপহারও প্রদান করেছেন তিনি।
বাণী,অর্চনা, আরতি, আঞ্জলি আর প্রার্থনার মধ্যে দিয়ে শেষ হল সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা । ময়মনসিংহ জেলায় মোট ৮১৪টি পুজা মন্ডপে উৎযাপিত হলো ৫দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা।
০৫ অক্টোবর বুধবার বিকেলে ময়মনসিংহ নগীর বেশ কয়েকটি পুজামন্ডপসহ নগরীর সর্বত্রই র্যাব ও পুলিশকে টহল দিতে দেখাগেছে।
এর পুর্বে ০৪ অক্টোবর সোমবার রাত সোয়া ৮টার দিকে ময়মনসিংহ শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনসমাগমপুর্ণ দূর্গাবাড়ী মন্দির এবং রামকৃষ্ণ পূজা মন্ডপসহ বেশ কয়েকটি মন্ডপ পরিদর্শন করেন র্যাব ১৪ অধিনায়ক মহিবুল ইসলাম খানসহ জেলা পুলিশ সুপার এসপি মাছুম আহাম্মদ ভুঞা। র্যাব ও পুলিশ পৃথক পৃথকভাবে পরিদর্শনকালে মন্দির প্রাঙ্গনে পৌছানোর পর র্যাবের অধিনায়ক মহিবুল ইসলাম খান ও পুলিশ সুপার মাছুম আহাম্মদকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান মন্দির কমিটির নেতৃবৃন্দ।
এর পুর্বে গত তিনদিন জামালপুর, শেরপুর নেত্রকোনা জেলার বেশ কয়েকটি পুজা মন্ডপ পরিদর্শনের পাশাপাশি শুভেচ্ছা উপহার সামগ্রী প্রদান করেন সন্ত্রাস, জঙ্গিবাদ ও অপরাধ দমনে নতুন রেকর্ড সৃষ্টিকারি পুলিশ কর্মকর্তা, নীতির প্রশ্নে আপোষহীণ উদ্দীপ্ত প্রেরণা জুগানো অমর কীর্তি স্বভাবের মহিবুল ইসলাম খান।
আয়োজক,দর্শনার্থী, সাংবাদিকসহ উপস্থিত সবার উদ্দেশ্যে র্যাবের অধিনায়ক বলেন বর্ণিল উৎসব, আনন্দ-উচ্ছ্বাসের ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবেই শেষ হবে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক সতর্ক ও তৎপর রয়েছে র্যাব। যেকোনো ধরনের নাশকতা ও বিশঙ্খলা এড়াতে দায়িত্বাধীন এলাকাসমূহে গোয়েন্দা কার্যক্রম ও কঠোর নজরধারীর পাশাপাশি র্যাবের টহল জোরদার করা হয়েছে। সাবলীল ভাবে পূজা উদযাপনসহ প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা প্রদানের বিষয়েও আশ্বস্ত করেন দেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)১৪ এর অধিনায়ক মহিবুল ইসলাম খান।