প্রকাশ: বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ৪:৪২ পিএম | অনলাইন সংস্করণ
২০২২ সালে রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের তিন বিজ্ঞানী। ক্লিক কেমিস্ট্রি অ্যান্ড বায়োঅর্থগোনাল কেমিস্ট্রির উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাদের এ মনোনয়ন দেওয়া হয়।
বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে ২০২২ সালের বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে নোবেল কমিটি। মনোনীতরা হলেন- আমেরিকার ক্যারোলিন আর বেরতোজ্জি, কে. ব্যারি শার্পলেস ও ডেনমার্কের মর্টেন মেলডাল।
এর আগে, মঙ্গলবার নোবেল কমিটি জানায়, বেল ইনেকুয়ালিটির পরীক্ষালব্ধ প্রমাণ ও কোয়ান্টাম এন্টেঙ্গেলমেন্ট গবেষণায় অবদানের জন্য ফ্রান্সের অ্যালাইন অ্যাসপেক্ট, আমেরিকার জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার অ্যান্টন জেলিঙ্গারকে পদার্থশ্রাস্ত্রে মনোনীত করা হয়েছে।
নিয়ম অনুযায়ী, প্রতিবারের অক্টোবরের প্রথম সোমবার থেকে শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণার কার্যক্রম। সেই হিসেবে এবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয় সোমবার (৩ অক্টোবর)। ঐদিন চিকিৎসা বিজ্ঞানে সুইডেনের সোয়ান্তে প্যাবোর পুরস্কার পাওয়ার বিষয়টি জানায় নোবেল কমিটি।