প্রকাশ: বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ২:৪০ পিএম আপডেট: ০৫.১০.২০২২ ২:৪৩ পিএম | অনলাইন সংস্করণ
ফ্রান্সের রাজধানী প্যারিস সহ ইল দা ফ্রেন্সের অন্তত ১২ টি স্থানে এবার পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
এবার কোভিড ১৯ নিষেধাজ্ঞা না থাকার কারণে হিন্দু সম্প্রদায় আনন্দ উৎফুল্ল ভাবে পালন করছে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে দেখা যায় শত শত মানুষের উপচেপড়া ভীড়, এমনকি বিভিন্ন ধর্ম এবং সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে পূজামণ্ডপে গিয়ে আনন্দ উৎসবে যোগ দিচ্ছেন।
ইল দা ফ্রেন্সের উল্লেখযোগ্য পূজামণ্ডপগুলো হলো বাংলাদেশ ফ্রান্স সার্বজনিন পুজা পরিষদ, পূজা উদযাপন পরিষদ ফ্রান্স, পূজা উদযাপন পরিষদ প্যারিস - ফ্রান্স, মা দুর্গা ঐক্য পরিষদ, সনাতনী গীতা সংঘ, হিন্দু সেবা সংঘ, সনাতন ধর্ম সংঘ, সনাতন ধর্ম উন্নয়ন পরিষদ, দুর্গা বাড়ি পূজা পরিষদ উল্লেখযোগ্য।
বাংলাদেশ ফ্রান্স সার্বজনীন পূজা পরিষদ লাকর্ণোভের সভাপতি পলাশ পাল বলেন, এবার কোভিড ১৯ নিষেধাজ্ঞা না থাকায় আমরা খুব সাচ্ছন্দ্যে পূজা উদযাপন করছি।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন সর্ব সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, প্রদীপ ঘোষ, মিটু নন্দী, কালাচাঁন, স্বপন সরকার, গৌতম ঘোষ, কার্তিক দাস, রুমি দাস, সোমা বর্ধণ, সংকুজিত দাস, সূবর্না দাস পূজা সহ আরো অনেকে।