প্রকাশ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ১০:৪৬ পিএম আপডেট: ০৪.১০.২০২২ ১০:৪৭ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশের সকল অর্জনের সাথেই বাংলাদেশ ছাত্রলীগের সম্পৃক্ততা অঙ্গাঙ্গিকভাবে জড়িত। ছাত্রলীগ থেকে মানুষের প্রত্যাশা অনেক। সুতরাং ছাত্রলীগের কোন নেতার যদি কোন ধরণের নৈতিক স্থুলন বা কোন ধরণের ভুল হয় তাহলে সাধারণ মানুষ এই বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন থাকবে কারণ ছাত্রলীগ নিয়ে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা আকাশচুম্বী।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৮৪৭তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সভাপতি ইয়াজ আল রিয়াদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
ইয়াজ আল রিয়াদ বলেন, বাংলাদেশের সকল অর্জনের সাথেই বাংলাদেশ ছাত্রলীগের সম্পৃক্ততা অঙ্গাঙ্গিকভাবে জড়িত। ছাত্রলীগ থেকে মানুষের প্রত্যাশা অনেক। সুতরাং ছাত্রলীগের কোন নেতার যদি কোন ধরণের নৈতিক স্থুলন বা কোন ধরণের ভুল হয় তাহলে সাধারণ মানুষ এই বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন থাকবে কারণ ছাত্রলীগ নিয়ে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা আকাশচুম্বী। এখন কথা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে এতো সমালোচনা কেন? আমরা কাজ করি এবং কাজ করলে কিছু সমালোচনা হবেই। তাছাড়া কোন মানুষই তো পরিপূর্ণ নয়, সুতরাং কাজ করলে ভুল ত্রুটি হবেই কিন্তু আমাদের এইসকল ভুল ত্রুটিকে অনেক বড় করে দেখানো হয়। কিছু কিছু সাংবাদিকরা অতি উৎসাহী হয়ে ছাত্রলীগের বিরুদ্ধে নেতিবাচক সংবাদ পরিবেশন করে। তারা মনে করে মানুষের কাছে ছাত্রলীগের নেতাকর্মীদের ছোট করতে পারলে জননেত্রী শেখ হাসিনাকে মানসিকভাবে কিছুটা ঘায়েল করা যাবে। আপনারা খেয়াল করে থাকবেন যে, যখন নির্বাচন ঘনিয়ে আসে তখন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়, আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। ষড়যন্ত্র শুরু করবার প্রথমেই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগকেই টার্গেট করা হয়। এটা আমরা অতীতেও দেখেছি এবং বর্তমানেও দেখেছি।