প্রকাশ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ১০:৪৬ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশের সকল অর্জনের সাথেই বাংলাদেশ ছাত্রলীগের সম্পৃক্ততা অঙ্গাঙ্গিকভাবে জড়িত। ছাত্রলীগ থেকে মানুষের প্রত্যাশা অনেক। সুতরাং ছাত্রলীগের কোন নেতার যদি কোন ধরণের নৈতিক স্থুলন বা কোন ধরণের ভুল হয় তাহলে সাধারণ মানুষ এই বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন থাকবে কারণ ছাত্রলীগ নিয়ে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা আকাশচুম্বী।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৮৪৭তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সভাপতি ইয়াজ আল রিয়াদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
উৎপল দাস বলেন, যাদের রক্তে বঙ্গবন্ধুর আদর্শ বহমান আছে তারা কখনোই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে না। বাংলাদেশ ছাত্রলীগ সব সময় রাজপথে প্রধান অনুষঙ্গ বা ভ্রাতৃপ্রতিম সহযোগী সংগঠন হিসেবে লড়ায় করে সংগ্রাম করেছে। এবং সেই ছাত্রলীগের যে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে সেই ইতিহাসকে আমরা সমুন্নত রাখতে হবে। ২০০১ সালের প্রহসনের নির্বাচনে সারাদেশে বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে সারাদেশে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে প্রতিরোধ গড়ে তুলেছিলো ছাত্রলীগ। ২০১৪ সালের নির্বাচনে বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিলো ছাত্রলীগ। আমাদের সৌভাগ্য এককালের ছাত্রলীগ নেত্রী আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী। যার বলিষ্ঠ নেতৃত্বে আজ বিশ্বে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।