রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শুরু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ৯:৩৪ পিএম | অনলাইন সংস্করণ

সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা মহাষষ্ঠির মধ্যদিয়ে শুরু হয়েছে। পূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি মন্ডপে  শোভা পাচ্ছে দেবি দুর্গা প্রতিমা। সেই সাথে সেজেছে প্রতিটি মন্ডপ। এদিকে, শনিবার থেকে মহাষষ্ঠির মধদিয়ে মুখরিত হয়ে উঠেছে প্রতিটি মন্ডপ। দেবী দূর্গার আগমনে ভক্তদের মাঝে লেগেছে আনন্দের দোলা।  প্রথমদিন মন্ডপে মন্ডপে দর্শনার্থীদের ভীড় লক্ষ করা গেছে, আয়োজকরা বলছেন এই ভিড় আরো বাড়বে।

পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার গজে (হাতী ) চড়ে কৈলাশ থেকে মর্ত্যালোকে আসবেন। এতে প্রাকৃতিক বিপর্যয় ঝড় বৃষ্টি হবে এবং শস্য ও ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। অন্যদিকে কৈলাশে বিদায় নেবেন নৌকায় চড়ে। যার ফলে জগতের কল্যাণ সাধিত হবে। শহরের গুড়িপাড়া ঝংকার সংঘের পূজা কমিটির  সভাপতি অপূর্ব সরকার জানান, প্রতিবছরই নতুনত্ব আনা হয় এ মন্ডপে। তাদের মন্ডপ এলাকায় এবার অর্কিড ফুল দিয়ে সাজানো হয়েছে এবং আলোকসজ্জায় থাকছে নতুনত্ব।  

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি জানান, জেলায় এবার ১৪৬ টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। এর মধ্যে সদরে ৬১, শিবগঞ্জে ৪১, গোমস্তাপুরে ২৯, নাচোলে ১২ ও ভোলাহাটে ৩টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। শনিবার ছিল দূর্গা মহাষষ্ঠি,  রোববার সপ্তমী, সোমবার মহাষ্টমী ও  সন্ধি পূজা, মঙ্গলবার মহানবমী, বুধবার বিজয়া দশমী। প্রতিদিন পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এ উৎসবকে কেন্দ্র করে হিন্দু ধর্মালম্বীদের যেন আনন্দের কমতি নেই। প্রতিটি মন্ডপে এখন তাই ভক্তদের ভিড় বাড়ছে। 

পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বলেন, মন্ডপগুলোর নিরাপত্তার বিষয়ে সমন্বয়ের জন্য একজন পুলিশ অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিটি মন্ডপে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে আনসারবাহিনীর দায়িত্ব পালনের পাশাপাশি মন্ডপের স্বেচ্ছাসেবকরা রয়েছে। এছাড়া সাদা পোষাকে রয়েছে গোয়েন্দা সদস্যদের নজরদারী। আইন প্রয়োগকারী সংস্থার প্রতিটি সদস্য সক্রিয় রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে জেলার প্রতিটি  মন্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন পূজা কমিটির ৮০ বছর পূর্তি উপলক্ষে বিকাল ৫ টায় মন্দির প্রাঙ্গনে  স্বেচ্ছায় রক্তদান ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।  



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]