প্রকাশ: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ৯:৩১ পিএম | অনলাইন সংস্করণ
দেশ, জাতি ও বিশ^ মানবতার কল্যাণ কামনা এবং বিশ^ মহামারি করোনা ভাইরাস মুক্ত হওয়ার প্রত্যাশা করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে যশোরের ঝিকরগাছায় ৫৭টি পূজামন্ডপে সাড়ম্বরে শারদীয় দূর্গোৎসব শুরু হয়েছে। প্রতিটি পূজামন্ডপে নিরাপত্তা রক্ষায় পুলিশের পাশাপাশি ৮জন করে আনসার সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবক রয়েছে আয়োজক কমিটির পক্ষ থেকে। উপজেলার ১১টি ইউনিয়নে ৪৮টি ও পৌরসদরে ৯টি পূজামন্ডপে উৎযাপিত হচ্ছে হিন্দু ধর্মাম্বলম্বিদের সর্ববৃহৎ শারদীয় দূর্গোৎসব।
প্রতিটি পূজামন্ডপ বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। প্রতিমা শিল্পীরা তাদের মনের মাধুরি মিশিয়ে ফুটিয়ে তুলেছেন প্রতিমার নান্দনিক সৌন্দর্য।
প্রতিবারের ন্যায় এবারও উপজেলা সদরের বারোয়ারী পূজা মন্দির ও কপোতাক্ষ পূজা উদযাপন পরিষদের আয়োজন ছিলো চোখে পড়ার মতো। পূজা শুরুর পর থেকে এখানে নারী-পুরুষসহ সববয়সী দর্শনার্থীদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে।
প্রতিটি পূজামন্ডপ ঘিরে বিভিন্ন স্টলে নানা বাহারি পণ্যেরপসরা বসেছে। কেনাকাটাও জমে উঠেছে। উপাদেয় নানা পদের, নানা স্বাদের মিষ্টান্নসহ শিশুদের খেলনা সামগ্রীর পাশাপাশি নয়নাভিরাম নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছে দোকানি-ব্যসায়ীরা। ব্যবসায়ীরা আশা করছেন এবারের পূজার মেলায় তাদের বেচা-কেনা ভালো হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝিকরগাছা শাখার সভাপতি বাবু দুলাল অধিকারি ও সাধারণ সম্পাদক তড়িৎ দাস শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দল,মত, জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।