প্রকাশ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ৮:৪৬ পিএম | অনলাইন সংস্করণ
সাপ্তাহিক ছুটি ও দূর্গা পূজা উপলক্ষে কুয়াকাটায় ভীড় জমিয়েছে হাজারো পর্যটক। বৃহস্পতিবার বিকাল থেকেই সৈকতে আগমন ঘটে এসকল পর্যটকের। আগত পর্যটকরা সমুদ্রের নোনা জলে নেচে গেয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে আবার সেল্ফি তুলে ছড়ি দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে আবার সৈকতের বেি তে বসে উপভোগ করছেন কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য। পর্যটকের এমন ভীড়ে বুকিং রয়েছে কুয়াকাটার অধিকাংশ হোটেল মোটেল। আগত পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশ।
খুলনা থেকে আসা পর্যটক জিয়াউর রহমান জানান, পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় পরিবারসহ দশ বছরপর এসেছি, এখন দরকার মাষ্টার প্লান করে কুয়াকাটাকে সাজানোর।
কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মিলন ভূঁইয়া জানান, একদিকে সাপ্তাহিক ছুটি সাথে আবার দুর্গাপূজার ছুটিতে আমাদের হোটেলগুলোর বেশীরভাগ রুমই বুকিং রয়েছে।
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, পদ্মা সেতুর উদ্বোধনে কুয়াকাটায় অনেক পর্যটক বেড়েছে, তবে এখন দরকার কুয়াকাটা পৌরসভা ও পর্যটন এলাকাকে জরুরীভাবে মাষ্টার প্লানে উন্নিত করা আর সম্দ্রু সৈকতের তীরে গ্রইন বাধ।।এ কাজ দুটি তার কুয়াকাটায় জরুরী ভিত্ত্বিতে করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাই।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আ: খালেক জানান, কুয়াকাটায় আগে বর্ষার সময় তেমন লোক থাকত না, এখন সবসময়ই প্রচুর পর্যটক আসে এবং আমরা সার্বক্ষণিক তাদের সেবায় নিয়োজিত রয়েছি।