সিলেটের বানভাসিদের পাশে দাড়ানোয় অধ্যাপক ডা. স্বপ্নীল সন্মানিত
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ২:০২ পিএম | অনলাইন সংস্করণ
সাম্প্রতিক বন্যার সময় বৃহত্তর সিলেট অঞ্চলের বন্যাপিড়ীত মানুসের পাশে দাড়ানোয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রতিষ্ঠাতা প্রধান এবং জালালাবাদ লিভার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উপমহাদেশের প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলকে সন্মানতা জানিয়েছে নারী উদ্যোক্তাদের সংগঠন তৃনমূল নারী উদ্যোক্তা সংস্থা (গ্রাসরুটস)।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর তোপখানা রোডস্থ শিশু কল্যান পরিষদ অডিটোরিয়ামে এক অনারম্ভর অনুষ্ঠানে তার হাতে গ্রাসরুটস ‘মৈত্রি সন্মাননা স্মারক’ তুলে দেন সংগঠনটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন। গ্রাসরুটসের রজত জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আব্দুল মান্নান এমপি।
সন্মানা প্রাপ্তিতে তার অভিব্যাক্তি জানাতে গিয়ে অধ্যাপক স্বপ্নীল জানান তার নিজ পিতৃনিবাস সিলেট এবং সিলেটের মানুষের দুর্দিনে তাদের পাশে দাড়ানোটাকে তিনি তার দায়িত্ব বলে মনে করেন। তিনি এবং তার জালালাবাদ লিভার ট্রাস্ট অতীতের মত ভবিষ্যতেও তাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী সিলেটের মানুষকে সেবা দিয়ে যেতে চায়। উল্লেখ্য প্রতিষ্ঠার পর থেকে জালালাবাদ লিভার ট্রাস্ট সিলেটের সিভিল সোসাইটি এবং ধর্মীয় নেতৃবৃন্দকে এংগেজ করে বৃহত্তর সিলেট অঞ্চলে লিভার রোগ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রেখে যাচ্ছে যা এরই মধ্যে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সাথে সহযোগিতাক্রমে ট্রাস্টের উদ্যোগে লিভার ডিজিজ বিষয়ক খুতবা প্রনয়ন ও প্রকাশ করা হয়েছে যা জুম্মার নামাজের সময় সিলেট মহানগরের বিভিন্ন মসজিদে পাঠ করা হয়ে থাকে।
উল্লেখ্য, এর পূর্বে জালালাবাদ লিভার ট্রাস্টের আয়োজনে সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর ও সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের উমারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ সুরমা উপজেলার নবারুণ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে প্রাঙ্গনে মোট ৪ টি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছিল।
উল্লেখ্য, অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ইউরোএশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভরের সাধারণ সম্পাদক, ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হেপাটোলজি এলুমনাই এসোসিয়েশনের সভাপতি।