প্রকাশ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৯:৩০ পিএম | অনলাইন সংস্করণ
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মো.সোহেল রানা’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো.খায়রুল আলম ভূঞা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক জয়দেব দত্ত,সাধারণ সম্পাদক অশোক সরকার অপু প্রমুখ।
এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগন,জনপ্রতিনিধি ,৬৪ টি পুজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো.সোহেল রানা জানান, এ বছর উপজেলায় ৬৪টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে পূজা উৎসব পালনে উপজেলা প্রশাসন সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে।