ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সোমবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।
ডিএসই জানায়, সাইফ পাওয়ারটেকের শতভাগ শেয়ারের মালিকানাধীন কোম্পানি সাইফ ইউনাইটেড শিপিং অ্যান্ড ট্রেডিং। অন্যদিকে একক মালিকানাধীন লিমিটেড লায়াবিলিটি কোম্পানি সাফীন ফিডার কোম্পানির শতভাগ শেয়ারের মালিকানায় রয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান আবুধাবি পোর্টস কোম্পানি পিজেএসসি।
সম্প্রতি সাইফ ইউনাইটেড শিপিংয়ের সঙ্গে সাফীন ফিডার কোম্পানির একটি সমঝোতা হয়েছে। সমঝোতার মাধ্যমে সাইফ ইউনাইটেড শিপিংয়ের অধীনে সাফীন ফিডারের মালিকানায় থাকা আটটি সমুদ্রগামী বাল্ক ক্যারিয়ার জাহাজে ফুজাইরাহ্ বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহণ করবে।
১৫ বছর মেয়াদি এই চুক্তিতে বিভিন্ন সময়ে জাহাজে মালামাল পরিবহণের ভাড়া বাবদ বছরে আনুমানিক ১৮ মিলিয়ন ডলার বা ১৫৪ কোটি টাকা আয় হবে। খরচ বাদে ১৫ বছরে প্রতিটি জাহাজে আনুমানিক এক দশমিক ৮০ মিলয়ন ডলার বা ১৫ কোটি ৪৮ লাখ টাকা মুনাফা হবে।