প্রকাশ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১০:২৭ পিএম | অনলাইন সংস্করণ
ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে মৌলভীবাজারে সামাজিক-সম্প্রীতি কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে সব ধর্মের মানুষের উপস্থিতিতে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে এ সমাবেশের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্ব সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মৌলভীবাজার তিন আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সহসভাপতি আজমল হোসেন, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামাল হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি আশু রঞ্জন দাস ও মৌলভীবাজার টাউন দেওয়ানী জামে মসজিদের ইমাম মুহিত উদ্দিন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির পিঠস্থান। হাজার বছর ধরে এখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। বঙ্গবন্ধু আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন। কিন্তু কিছু সংখ্যক লোক ইচ্ছে করেই এ সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে চায়। তাই সামাজিক বন্ধনের এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে সচেষ্ট থাকার আহ্বান জানান বক্তারা।
সম্প্রীতি সমাবেশে জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতা, সাংবাদিক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।