প্রকাশ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১০:২৬ পিএম | অনলাইন সংস্করণ
দীর্ঘদিন ধরে শরীয়তপুরের নড়িয়া পৌরসভার সড়কগুলো বেহাল দশা হয়ে রয়েছে। গাড়ি চলা তো দূরের কথা পায়ে হাটাও অনুপযোগী হয়ে রয়েছে সড়কগুলো। নড়িয়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সড়কগুলোয় চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে।
দীর্ঘদিন চলাচলের উপযোগী হয়ে থাকা মাজেদা হাসপাতাল থেকে সাবেক ডেপুটি স্পিকার ৬বারের এমপি কর্নেল অবঃ শওকত আলীর বাড়ি হয়ে সাবেক মন্ত্রী টি এম গিয়াস উদ্দিনের বাড়ির সড়কটি বার বার মেরামতের জন্য বলার পরেও নড়িয়া পৌরসভা মেরামতের কোনো উদ্যোগ না নেওয়ায় জনগণের ভোগান্তির কথা চিন্তা করে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাক্তার খালেদ শওকত আলী নিজ অর্থায়নে রাস্তাটি মেরামতের করে দেন। শনিবার ২৪ সেপ্টেম্বর মাজেদা হাসপাতাল থেকে টিএম গিয়াস উদ্দিনের বাড়ি পর্যন্ত সড়কটি মেরামত করে জনগণের চলাচলের উপযোগী করে তুলা হয়।
স্থানীয়রা জানান, মাজেদা হাসপাতাল থেকে টিএম গিয়াস উদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তারটি বিগত কয়েক বছর ধরে খানাখন্দ হয়ে চলাচলের অনুপযোগী হয় রয়েছেন। আমাদের ছেলেমেয়েরা বিদ্যালয়েও যেতে পারে না। কোনো গাড়িতে দুরের কথা কেউ হেটেও আসতে চায় না। না হাটারও উপযোগী। কয়েকবার মেয়র মহোদয় কে জানানো হয়েছে উনি শুধু আশ্বাস দিয়েছে হবে, হবে। বছরের পর বছর পার হয়ে গেছে রাস্তা আর মেরামত হয়নি। তাই আজ ডাক্তার খালেদ শওকত আলী তার নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত করে দিয়েছেন। আমরা এখন চলাচল করতে পার।