প্রকাশ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৯:৩১ পিএম | অনলাইন সংস্করণ
বরগুনার বিষখালী নদীতে ধরা পড়েছে দুই কেজি ৭০০ গ্রাম ওজনের ‘রাজা’ ইলিশ। মাছটি বিক্রি হয়েছে ৭ হাজার ৩৫ টাকায়।
উপকূলীয় জেলা হওয়া সত্ত্বেও বরগুনায় মাছের দাম আকাশ ছোঁয়া।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বিষখালীর পরিরখাল পয়েন্টে জেলে মো. অলি আহমেদ মাঝির জালে ধরা পড়ে এই রাজা ইলিশ।
পরে সেই ইলিশ দেখতে বরগুনা পৌর শহরের মাছ বাজারে স্থানীয়রা ভিড় জমান।
বরগুনা পৌর মাছ বাজারে আড়ৎদার ইদ্রিস শরীফ জানান, শনিবার দুপুরে এম বালিয়াতলি ইউনিয়নের পরীরখাল এলাকায় বিষখালি নদীতে মো. অলি আহমেদ মাঝির জাল ফেলেন।
এ সময় জেলের জালে অন্যান্য সাইজের ইলিশের সঙ্গে পৌনে তিন কেজি ওজনের ‘রাজা’ ইলিশটি ধরা পড়ে।
পরে বিকেলে ৫টার দিকে মাছটি আমার আড়তে নিয়ে আসেন। এসময় ক্রেতাসহ স্থানীয়রা মাছটি দেখতে ও কিনতে ভিড় জমায়। পরে মাছটি প্রকাশ্য ডাকে ৭ হাজার ৩৫ টাকায় এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়।
তিনি আরও জানান, রোববার (২৮ আগস্ট) সন্ধ্যায় ২৮০০ টাকা কেজি দরে একটি ইলিশ বিক্রি হয়েছে ৬ হাজার ৪৪০ টাকায়। আমরা মনে করি মৎস্য বিভাগের গত অভিযানগুলো সফল হওয়ায় নদীতে বর্তমানে ‘রাজা’ ইলিশ ধরা পড়ছে।