প্রকাশ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৯:১৭ পিএম | অনলাইন সংস্করণ
যশোরের ঝিকরগাছায় দূবৃত্ত্বদের বোমা হামলায় শার্শার সাবেক মেম্বার তরিকুল ইসলাম মিলন (৪৫) গুরুতর জখম হয়েছেন। শার্শা উপজেলার উলাশী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার রাত ৯টার দিকে এই বোমা হামলার ঘটনাটি ঘটে।
জানাগেছে, শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা তরিকুল ইসলাম মিলন মোটরসাইকেল যোগে যশোর থেকে নিজবাড়ি উলাশীতে ফিরছিলেন। এসময় পূর্বপরিকল্পিত ভাবে তার প্রতিপক্ষ একদল বোমাবাজ সন্ত্রাসী যশোর-বেনাপোল মহাসড়কের কলাগাছি মোড়ে আবু তালেবের বাড়ির সামনে পৌছালে তাকে লক্ষ্য করে বোমা হামলা করে। বোমার আঘাতে তিনি গুরুতর জখম হন। বোমার স্প্রিন্টারে তার দূ’হাতসহ শরীরের বিভিন্ন স্থান মারাত্বক জখম হয়। এসময় স্থানীয়রা তাকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন মিলন ও তার পারিবারিক সুত্রের দাবি, উলাশী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে উলশী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম সাথে মিলনের সাথে তুচ্ছ ঘটনায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যান ভাই সর্দার, ভাগ্নে বাবলসহ সন্ত্রাসী বুলবুল, মফুসহ ৪টি মোটরসাইকেলে থাকা ৮জন সন্ত্রাসী এই বোমা হামলা চালিয়েছে। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।