প্রকাশ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৭:৪৫ পিএম | অনলাইন সংস্করণ
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ৩৮ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। দৌলতদিয়ার ৬ নম্বর ফেরি ঘাট এলাকায় আক্কাস হলদারের জালে মাছটি ধরা পড়ে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মাছটি এক হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ৫১ হাজার ৩০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ী কিনে নেন।
জানা যায়, সকালে দৌলতদিয়ার ৬ এবং ৭ নম্বর ফেরিঘাট এলাকায় জাল ফেলেন আক্কাস ও তার সহযোগীরা। এরপর জাল টানতেই দেখেন বিশাল আকৃতির একটি বাঘাইড় ধরা পড়েছে। পরে মাছটি দৌতলদিয়া ফেরিঘাটে আনেন। প্রথমে উন্মুক্ত নিলামের মাধ্যমে এক হাজার ৩০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৪০০ টাকায় ঘাটের মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ মাছটি কিনে নেন। এরপর শাজাহান শেখ কেজিতে ৫০ টাকা লাভে ৫১ হাজার ৩০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেন।
গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহারিয়ার জামান জানান, জেলের জালে মাঝে মধ্যেই বাঘাইড়, পাঙ্গাশ, রুই, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে। নদীর তলদেশে বসবাস করে এসব মাছ। খাবারের সন্ধানে ওপরে আসলে জেলেদের জালে ধরা পড়ে।