করোনাভাইরাসের কারণে প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর অবশেষে আন্তর্জাতিক পর্যটকদের জন্য দুয়ার খুলে দিলো ভুটান।
শনিবার (২৪ সেপ্টেম্বর) থেকে বিদেশি পর্যটকদের ঢুকতে দিচ্ছে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশ ভুটান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
তবে বিদেশি পর্যটকদের দৈনিক ফি ৬৫ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ২০০ ডলার নির্ধারণ করেছে ভুটান সরকার। তিন দশক ধরে প্রতিদিন অবস্থানের জন্য বিদেশি পর্যটকদের কাছ থেকে ৬৫ ডলার করে পর্যটন কর নিত দেশটি।
যদিও বাংলাদেশ, ভারত ও মালদ্বীপের লোকজনের জন্য এই ফি এক হাজার ২০০ রুপি নির্ধারণ করেছে ভুটান সরকার। করোনার আগে ভারতীয়দের ভুটানে অবস্থানের জন্য আলাদা ফি দেওয়া লাগত না।
২০২০ সালের মার্চে পর্যটকদের জন্য দুয়ার বন্ধ করে দেয় ভুটান। করোনার প্রথম কেস শনাক্ত হওয়ার পরই দেশটির সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। কিন্তু দেশটির আয়ের অন্যতম উৎসই পর্যটন। তাই দীর্ঘদিন ধরে সীমান্ত বন্ধ থাকায় বিপাকে পড়তে হয়েছে ভুটানকে।
দেশটির জনসংখ্যা ৮ লাখের কিছু কম। দেশটিতে এখন পর্যন্ত ৬১ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া মারা গেছে ২১ জন।