প্রকাশ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৭:৩৪ পিএম | অনলাইন সংস্করণ
মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার বলেন, শারদীয় দুর্গা পুজায় প্রতিটি মন্দিরে পুলিশসহ আইন-শৃংখলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা বেষ্টুনি থাকবে। তিনি প্রতিটি মন্টপের কমিটির ব্যবস্থাপনায় সিসি ক্যামেরা লাগাতে তাগিদ দেন। ধর্ম যার যার উৎসব সবার। সেই সাথে সরকারী নির্দেশনা মেনে প্রতিমা বিসর্জন কার্যকক্র পরিচালনা করতে বলেন।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় মানিকগঞ্জের দৌলতপুর থানা পুলিশের উদ্যোগে দৌলতপুর থানা কমপ্লেক্র প্রাঙ্গনে শারদীয় দুর্গা পুজায় নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
মতবিনিময় সভায় দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার এসব কথাগুলো বলেছেন।
বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) পদন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) অপু মোহন্ত, অতিরিক্ত পুলিশ ( শিবালয় সার্কেল) নূরজাহান লাবনী,উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা, উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরুল হাসান। এছাড়া বক্তব্য রাখেন, জিয়নপুর ইউনিয়ন চেয়ারম্যান মো: বেলায়েত হোসেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীলিপ কুমার ফৌজদার,সাধারন সম্পাদক মানিক চন্দ্র দাস, যুবলীগের আহবায়ক হুমায়ন কবির প্রমুখ।