প্রকাশ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৭:২৮ পিএম | অনলাইন সংস্করণ
বাজারে দীর্ঘদিন ধরেই চাল,ডাল,আটা,ময়দা,ডিম,চিনি ও তেলের বাজারে অস্থিরতা চলেই আসছে। সাধারণ মানুষ মাছ-মাংস দূরে থাক,সবজি দিয়ে ভাত খাবেন সে উপায়ও নেই। তিন দিনের ব্যবধানে পটল,বেগুন,ধনেপাতা,কচু,সিম,করলাসহ বিভিন্ন সবজির মুল্য দ্বিগুণ হয়েছে। দফায় দফায় ভোগ্যপণ্যের ঊর্ধ্বগতি ও ব্যয় বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) গঙ্গাচড়া বাজার ঘুরে দেখা গেছে, তিন দিন আগে ৩০ টাকা কেজিতে বিক্রি হওয়া বেগুন,কচু,কাকরোল ৪০ টাকায় বিক্রি হচ্ছে। কেজি প্রতি ২০ টাকা বেড়ে পটল ও সিম ৫০ টাকা এবং করলা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া ধনে পাতা ১৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারের সবজি বিক্রেতা মো. মশিয়ার রহমান, মাহফুজার, রাজ্জাকসহ অনেকে জানান, বাজারে মাছ, মাংস ডিমের দাম বাড়তি। তাই মানুষ সবজির দিকে ঝুঁকেছেন। কিন্তু চাহিদার তুলনায় সবজির সরবরাহ তুলনামূলক কম থাকায় সবজির দাম বেড়েছে।
গঙ্গাচড়া বাজারে ক্রেতা মনতাজ (৫০), সুরেশ (৪৮)বলেন, যেভাবে দফায় দফায় নিত্যপণ্যের দাম বাড়ছে তাতে আমাদের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। আমরা সাধারণ মানুষ অনেক কষ্টে সময় পার করছি। বিশেষ করে মধ্যবিত্তরা হিমশিম খাচ্ছেন সংসার চালাতে গিয়ে। তারা কষ্টের কথা কাউকে বলতেও পারছেন না, আবার সইতেও পারছেন না। সরকারকে এবার যথাযথ ব্যবস্থা নিতে হবে।