প্রকাশ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৭:২৭ পিএম | অনলাইন সংস্করণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে খোদ উপাচার্য কর্তৃক সাংবাদিক হেনস্তার ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক ভোরের পাতার বশেমুরবিপ্রবি প্রতিনিধি সাজ্জাতুজ জামান সুজন এর সাথে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, বশেমুরবিপ্রবি পুরকৌশল বিভাগের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ সংকট নিয়ে গত ২১ তারিখে প্রশাসনিক ভবনে তালা মারে।
আজ দুপুর ২ টা নাগাদ এ বিষয়ে সমাধানের জন্য আন্দোলন স্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. একিউএম মাহবুব।
এসময়, উক্ত ঘটনা ভিডিও ধারণকালে প্রথমে বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো. শাহজাহান ভোরের পাতার ক্যামেরাকে উদ্দেশ্য করে বলেন, এই এইটা কি? এগুলো কি হচ্ছে?
এরপর উপাচার্য ওই সাংবাদিকের ক্যামেরা হাত দিয়ে টানাটানি দেন এবং বন্ধ করতে বলেন। এছাড়া তিনি উচ্চ বাচ্য করে বলেন, সাংবাদিকরা সবখানে বিশ্ববিদ্যালয়কে নেগেটিভ করে তুলছে।
এঘটনায়, সাংবাদিক সাজ্জাতুজ জামান বলেন, আমরা বিশ্ববিদ্যালয়কে নেগেটিভ করে তুলি না। বরং চলমান প্রশাসনের কর্মকাণ্ড একের পর এক ব্যর্থতায় ঢাকা এবং বহু কর্মকাণ্ড সরাসরি শিক্ষার্থীদের স্বার্থবিরোধী। সেসব সংবাদ তুলে ধরাই আমাদের একমাত্র কাজ। বরং এর বাইরেও ছোটখাটো বহু পজিটিভ বিষয় আমরা খুঁজে বের করে তা তুলে ধরি। এভাবে সাংবাদিককে হেনস্থা করার ঘটনা তাও আবার খোদ উপাচার্য দ্বারা যখন ঘটে তখন আমরা সংশয়ে থাকি আসলে শিক্ষার্থী বা সাংবাদিকদের ভরসা কোথায়?