প্রকাশ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ৭:৪৪ পিএম | অনলাইন সংস্করণ
নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের এপারে সকালের ঘুম ভাংছে মিয়ানমারের মর্টারশেলের বিস্ফোরণে এমনটি জানিয়েছেন এলাকার স্হানীয় বাসিন্দারা।
গতকাল মঙ্গলবার সকাল বিকেল ফায়ারের শব্দ শুনলেও রাতে শুনতে পাইনি মর্টার গোলা বিস্ফোরণের আওয়াজ এতে ঘুমধুম সীমান্তে বসবাসকারীদের ঘুম হয়েছে ভাল এমনটি মন্তব্য করেছেন তুমব্রু গ্রামের স্হানীয় বাসিন্দারা শাহাজাহান, সে বলেন।
মূলত যুদ্ধ হচ্ছে তাদের ভূখন্ডে মিয়ানমার সরকার ও বিদ্রৌহী আরকান আর্মির সাথে, যার প্রভাব পড়েছে সীমান্তের এপারের স্হানীয়দের উপর।তাদের অভ্যন্তরে কখন যে ফায়ার হয় তা অজানা থেকে যায় ঘুমধুম সীমান্তের স্হানীয় বাসিন্দাদের।গত দেড় মাস থেকে মিয়ানমার অভ্যন্তরে যুদ্ধ চলাকালীন সময়ে বেশ কয়েকটা মর্টার শেলের গোলা এসে পড়ে ঘুমধুমের তুমব্রু সীমান্তের অভ্যন্তরে। গত শুক্রবারও রোহিঙ্গা শিবিরে একটি গোলা এসে পড়ে যেটি বিস্ফোরিত হয়ে ১জন নিহত ও ৫জন আহত হয়,যার কারনে তুমব্রু সীমান্তের বাসিন্দারা আতংকিত থাকে।
বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরে মর্টারশেল বিস্ফোরণের আওয়াজ ভেসে আসছে তবে স্বাভাবিক ভাবেই জীবনযাপন করছে এপারের বাসিন্দারা। স্হানীয় প্রসাশন থেকে শুরু করে এলাকার জনপ্রতিনিধিরা বিনা কারনে স্হানীয়দের সীমান্তের কাছে না যাওয়ার জন্য নিষেধ করে যাচ্ছেন এবং সীমান্ত ঘুরে দেখা গেছে বিজিবির টহল অব্যহত রেখেছে।