প্রকাশ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ৭:৩৮ পিএম | অনলাইন সংস্করণ
কুয়াকাটায় হানিমুনে এসে মারধরের স্বীকার হয়েছেন মনিরুল ইসলাম নামের এক পর্যটক। এসময় হামলাকারীদের সঙ্গে পালিয়ে যায় তার নববধু। মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন ফ্রাই মার্কেটের পাশে এ ঘটনা ঘটে।
বুধবার দুপুরের দিকে মনির স্ত্রীর পালিয়ে যাওয়ার ঘটনা বিস্তারিত গনমাধ্যমকে অবহিত করেন।
পর্যটক মনির জানান, তিনি দীর্ঘদিন সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। দেশে আসার পরে গত শুক্রবার পারিবারিকভাবে রগুনার ধলুয়া ইউনিয়নের হারুন-অর-রশিদের মেয়ে নুরে জান্নাকে বিয়ে করেন। মঙ্গলবার বিকালে তারা হানিমুনে এসে কুয়াকাটার আবাসিক হোটেল তাজে উঠেন। রাতে তার অনিচ্ছাস্বত্তেও স্ত্রী তাকে সৈকতের ফ্রাই মার্কেট পেরিয়ে অন্ধকারে নিয়ে গেলে হঠাৎ চার থেকে পাঁচজন দুর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় মনির বাঁচার চেষ্টা করলেও কোনো প্রকার ডাক চিৎকার ছাড়াই তার স্ত্রী হামলাকারীদের সঙ্গে পালিয়ে যায়। দুর্বৃত্তদের হামলায় আহত মনির বরগুনা সদর হাসাপাতালে ভর্তি রয়েছেন।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে মারধরের স্বীকার পর্যটককে উদ্ধার করি। তার শরীরে আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।